
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত বিভিন্ন হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে রাজধানীতে শুরু হয়েছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে এ সম্মিলন শুরু হয়। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে।
সম্মিলনের শুরুতে বক্তারা স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে তাদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন। তারা জানান, বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গণতন্ত্রের স্বার্থেই অপরিহার্য। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ এই সম্মিলনে উপস্থিত হয়ে গণমাধ্যমের ওপর আসা বিভিন্ন চাপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দুপুর দেড়টা পর্যন্ত চলমান এই সম্মিলনে সাংবাদিকতার সংকট নিরসন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত রূপরেখা নিয়ে আলোচনা করা হচ্ছে। আয়োজক সংগঠনগুলো বলছে, এই সম্মিলন কেবল একটি প্রতিবাদ নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতার অধিকার আদায়ের একটি ঐক্যবদ্ধ আন্দোলন।
এম.এম/সকালবেলা